টঙ্গীবাড়িতে উপজেলা নির্বাচন বর্জন চেয়ে লিফলেট বিতরণ

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলা নির্বাচন বয়কট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র একটি অংশ। সোমবার বিকেল ও রাতে টঙ্গীবাড়ি উপজেলার সুবচনী বাজার ও নতুন বাজার এলাকায় এ নির্বাচন  বর্জন চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা করেন তাতী দলের নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন আশিক। এ সময় তার সাথে ছিল কোকো ক্রিয়া চক্রের  কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন ,টঙ্গীবাড়ী থানা বিএনপি সাবেক সহ-সভাপতি সেলিম মোল্লা।

লিফলেট বিতরণের সময় তারা পথসভায় বক্তব্যে বলেন, বর্তমান টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজগর হোসেন রিপন মল্লিক ও সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন তারা দুইজন মিলে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচনে কাজী ওয়াহিদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা শুধু নিজেরাই প্রচারণা করছেন না কাজী ওয়াহিদের পক্ষে কাজ করতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে চাপ সৃষ্টি করতেছেন। তারা আরো বলেন এর আগে, ২০১৮ সালের উপজেলা নির্বাচনে এই সভাপতি ও সাধারণ সম্পাদক জগলুল হালদার ভুতূর পক্ষে ২৩ টি সভা সমাবেশে যোগদান করে।  তারা এ সময় পথ সভায় বক্তব্যে তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর এই মাসে দেশ প্রেমিক সকল নেতা কর্মীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বোট বর্জনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *