বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে, জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের বরাবর এ স্মারকলিপি প্রদান করেন উপজেলার আব্দুল্লাহপুর এলাকার ভুক্তভোগী সজিব আহমেদ।
স্মারকলিপিতে ভুক্তভোগী সজিব আহমেদ জানায়, স্থানীয় নয়ন বেপারি ও সোহেল মৃধা দীর্ঘ তিন বছর যাবৎ তার বাড়ির ওপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহপুর লঞ্চঘাট থেকে মাদ্রাসা পর্যন্ত বিভিন্ন মানুষের বাড়ি-ঘরের টিনের ভেড়া ভেঙে এবং প্রধান ও এলাকার সড়কের ওপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করে বালু ব্যবসা করেন তারা।
আরও জানান, এমতাবস্থায় বাড়ির ওপর দিয়ে স্থাপন করা ড্রেজার পাইপ অপসারণ করতে বলায় গালিগালাজ ও মারধর করার হুমকি প্রদান করে এবং ড্রেজার পাইপ সরানো হবে না বলে জানায়। অতিদ্রুত ড্রেজার পাইপ অপসারণের জন্য অভিযোগ জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী।
অভিযোগকারী সজিব আহমেদ বলেন, ৩ বছর আগে ২-৩ মাস কাজ করবে বলে, ড্রেজার পাইপ আমাদের দেয়াল ভেঙে নিয়েছে তারা। এখন আমরা বাড়ির বাউন্ডারির কাজ করবো। তারা পাইপ সরাচ্ছে না। উল্টো এলাকার চিহ্নিত সন্ত্রাসী দিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত নয়ন বেপারী বলেন, এ ড্রেজারের পাইপ আমাদের লোকজনের। আমি এ ব্যবসা করি না। রামপালের লোকজন করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে, তিনি বলেন, কোন ভুক্তভোগীরা অভিযোগ করছে, বিষয় দেখবো?
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী মু. রাশেদুজ্জামান বলেন, আমি বিষয়টি অবগত নই। বিষয় দেখে ব্যবস্হা নেয়া হবে।