টঙ্গিবাড়ীতে পিক্যাপ ভর্তি জাটকা ইলিশসহ ৩ জনকে আটকের পরে ছেড়ে দিলো পুলিশ, ইউএনও ওসির পাল্টাপাল্টি বক্তব্য

Spread the love

টঙ্গিবাড়ীতে পিক্যাপ ভর্তি জাটকা ইলিশসহ ৩ জনকে আটকের পরে ছেড়ে দিলো পুলিশ, ইউএনও ওসির পাল্টাপাল্টি বক্তব্য

হুমায়ূন কবির,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় পিক্যাপ ভর্তি জাটকা ইলিশ আটকের পর দফায় দফায় বানিজ্য করে ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গিবাড়ী থানা পুলিশের বিরুদ্ধে। জানাগেছে, রবিবার সকালে দিঘিরপাড় মাছ ঘাট হতে পিক্যাপ ভর্তি জাটকা ইলিশসহ ৩ জনকে আটক করে নিয়ে আসে টঙ্গিবাড়ী থানা পুলিশ। পরে ওই ৩ জনকে থানায় আটক রেখে দুপুর পর্যন্ত বানিজ্য করে পুলিশ । পরে দুপুরে ওই পিক্যাপসহ জাটাক ইলিশ ছেড়ে দেয় টঙ্গিবাড়ী থানা পুলিশ।

এ বিষয় নিয়ে টঙ্গিবাড়ী থানা ওসি ও ইউএনওর পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। অবৈধ মাছ ব্যবসায়ীদের সাজা অথবা মামালা না দিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, সাজা দেওয়ার বিসয়টি ইউএনওর এখতিয়ার ইউএনওর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এটা ওসির এখতিয়ার। এছাড়া কি পরিমান মাছ পাওয়া গেছে সে বিষয়ে জানতে চাইলেও মাছের সঠিক পরিমান জানানি ইউএনও ওসি। মাছ কোথায় বিলি করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ১২০০ ছাত্রের মধ্যে মাছ বন্টন করা হয়েছে তবে কোন মাদ্রাসায় বন্টন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন কাগজ আছে। অপরদিকে এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মাছ ধরার ব্যাপারটি দুপুরে আমাকে থানা হতে জানানো হয়। পরে আমি ৪ মাদ্রাসায় মাছগুলো বন্টন করি। মাছসহ আটককৃতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ও ব্যপারে ওসি ব্যবস্থা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *