মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মনসুর আহমেদ খান জিন্নাহকে সমর্থন জানিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে গেলেন রেফায়েত উল্লাহ খান তোতা। মঙ্গলবার (২ এপ্রিল) ইফতার পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে ফোরামের পক্ষে রেফায়েত উল্লাহ খান তোতার নির্বাচন অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ায় ক্ষমা চেয়েছেন ডা.মাজহারুল হক তপন।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বালুয়াকান্দি এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তার বক্তব্যে রেফায়েত উল্লাহ খান তোতা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর আমাদের অনেক কর্মী সমর্থক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। ব্যক্তিগত কারণে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মনসুর আহমেদ খান জিন্নাহ আমার চাচাতো ভাই,আমরা একই গ্রামের। জিন্নাহর বাহিরে নির্বাচন করার কোন সুযোগ নাই আমার। আমি জিন্নাহর পক্ষে নির্বাচন করবো।
তার বক্তব্যে অধ্যাপক ডা. মাজারুল হক তপন বলেন, আমরা অনেক আগ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করেছিলাম। আমাদের ফোরামের প্রার্থী ছিলেন উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা। নির্বাচনের তফসিল ঘোষণা করে আমরা একাধিকবার ঢাকাতে বৈঠক করি তারপর গত ২৩ মার্চ গজারিয়াতে একটি ইফতার পার্টির আয়োজন করে সেখানে সর্বসম্মতিক্রমে রেফায়েত উল্লাহ খান তোতাকে আমাদের ফোরাম থেকে প্রার্থী ঘোষণা করা হয়। আমি ফোরামের পক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে তোতা ভাইয়ের প্রার্থীতা ঘোষণা করি তবে পরবর্তী সময়ে তোতা ভাই ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে অনাগ্রহ দেখান।আজ আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা করছি তোতা ভাই প্রার্থী হচ্ছেন না। আগের ঘোষণার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। নির্বাচনে আমাদের ফোরামের লোকজন অন্যকারো পক্ষে কাজ করবে কিনা এ ব্যাপারে আমরা পরে সিন্ধান্ত নিব।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার বলেন, তোতা ভাইয়ের এই ঘোষণায় আমরা হতাশ হয়েছি। মানুষের কাছে এখন আর আমাদের মুখ দেখানোর উপায় নেই। আমরা আমাদের ফোরামের নেতৃবৃন্দকে অনুরোধ করছি আপনারা এমন সিন্ধান্ত নেন যাতে আমরা একত্রিত থাকতে পারি।