চলে গেলেন জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মাদবর॥ মুন্সীগঞ্জে জামায়াত পরিবারে শোক

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার সাবেক আমির, রনছ রুহিতপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মুন্সীগঞ্জ আদর্শ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো: নুরুল হক মাদবর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯বছর। দীর্ঘদিন যাবৎ সে অনুস্থ ছিলেন পরবর্তীতে হৃদযন্ত্র রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেরেবাংলা নগর হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ অক্টোবর) ভোর ৪ টা ২২ মিনিটে ইন্তেকাল করেছেন।

মৃত্যুর পর থেকে মুন্সীগঞ্জের জামায়াত পরিবারে শোক চলছে। মৃত্যুকালে অসুস্থ্য স্ত্রী, এক মেয়ে সুইজারল্যান্ড প্রবাসীসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাংখী রেখে গেছেন। কিছুদিন পূর্বে স্ত্রীও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আ.জ.ম রুহুল কুদ্দুস শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

অপরদিকে বিএনপির জেলা আহ্বায়ক ও সদর উপজেলা সভাপতি মহিউদ্দিন আহম্মেদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, নুরুল হক মাদবর একজন বীর মুক্তিযোদ্ধা পূর্বে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি জামায়াতে যোগদেন এবং দেশ সেবার কাজে সবসময় নিয়োজিত ছিলেন।

মরহুমের জানাজা নামাজ অদ্য শনিবার বিকাল ৪.৩০ মিনিটে রনছ রুহিতপুর মাদবরবাড়ী জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাজা শেষে মসজিদের পিছনেই লাশ দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *