গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য নাজমুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পটকা ফাটিয়ে আতঙ্ক তৈরি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইউপি সদস্য রিটু প্রধান সমর্থকদের বিরুদ্ধে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (৩১ মে) রাত আটটা ১৭ মিনিটের দিকে তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় জেলা পরিষদের সাবেক সদস্য নাজমুল নাজমুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শামীম এন্টারপ্রাইজের সামনে ককটেল বা পটকা জাতীয় কিছু একটার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় আশেপাশে আরো কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এ ঘটনায় আতঙ্ক তৈরি হয় ঘাট এলাকায়, পথচারীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।
বিষয়টি সম্পর্কে জেলা পরিষদের সাবেক সদস্য নাজমুল হোসেন বলেন, গত ২৭ তারিখ প্রায় ৯৬ লক্ষ টাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে মেঘনা ঘাট এলাকার শুল্ক পয়েন্ট ইজারা পান তিনি। এঘটনায় বালুয়াকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রিটু প্রধান ও লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল। এই ঘটনার জের ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত রিটু প্রধান বলেন, শুক্রবার আমার জন্মদিন ছিলো। এ উপলক্ষে সন্ধ্যায় আমার কিছু কর্মী সমর্থক তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় কয়টি পটকা ফাটায়। ভুলক্রমে একটা পটকা নাজমুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হয়তো পড়েছে। তিনি এখন সেটিকে কটটেল বিস্ফোরণ বলে দাবি করছেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পটকা জাতীয় কিছু ফাটানোর ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
০১-০৬-২০২৪খ্রি.