ঘণ্টায় ১৫৬ কিলোমিটার! নিজের রেকর্ডই ভাঙলেন উমরান মালিক

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

অনলাইন ডেস্ক

গৌহাটি মঙ্গলবার ওয়ানডেতে ভারত বনাম শ্রীলঙ্কার সিরিজের প্রথম একদিনের ম্যাচে ইতিহাস গড়েছেন উমরান মালিক। ম্যাচে ভারতের এই পেসার ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করলেন। এটি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভারতীয় বোলারের করা সবচেয়ে দ্রুততম বল। আর ম্যাচেও ভারত জয়ী হয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ফাস্ট বোলার উমরান মালিক যখন থেকে আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলতে শুরু করেছেন, গতির ক্ষেত্রে তিনি ক্রমাগত নতুন রেকর্ড গড়ছেন। দ্রুততম বল করার ক্ষেত্রে এবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন তিনি। উমরান মালিক সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্রুততম বল করার রেকর্ড গড়ে ফেললেন এবং এখন তিনি নিজের রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন তৈরি করে এগিয়ে গেলেন।

উমরান মালিক সম্প্রতি মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৫ কিমি বেগে বল করে নতুন রেকর্ড গড়েছিলেন। তিনি ভারতের দ্রুততম বোলার হয়ে উঠেছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল জসপ্রীত বুমরাহর নামে। কিন্তু উমরান মালিক তার রেকর্ডটি ওই ম্যাচে ভেঙে দিয়েছিলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪তম ওভারে নিজের গতি দিয়ে ব্যাটসম্যানদের বিপর্যস্ত করেছেন উমরান মালিক। তিনি ১৪ তম ওভারের প্রথম বলটি ১৪৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় শুরু করেছিলেন। উমরানের দ্বিতীয় বল এবং তৃতীয় বলের গতি ছিল ১৫১ কিমি প্রতি ঘণ্টা কিন্তু তার চতুর্থ বলটি সব রেকর্ড ভেঙে দেয়। উমরানের গতি পরিমাপ করা হয়েছিল ঘণ্টায় ১৫৬ কিলোমিটার। এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম বল নিক্ষেপের রেকর্ড গড়েন তিনি। এর আগেও এই রেকর্ডটি ছিল উমরানের নামেই। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১৫৫ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

এবার নিজের গড়া সেই রেকর্ডই ভেঙে দিলেন উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌহাটি ওয়ানডেতে, তিনি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার বেগে বল করেছিলেন এবং একটি নতুন রেকর্ড তৈরি করেছিলেন। এখন ভারতীয় বোলারদের কেউই তার ধারে কাছেও নেই। জসপ্রীত বুমরাহ রয়েছেন দুই নম্বরে যিনি ১৫৩.৩৬ কিলোমিটার বেগে বল করেছেন। এছাড়াও মোহম্মদ শামিও ১৫৩.৩ এবং নভদীপ সাইনি ১৫২.৮৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন। যদিও উমরান মালিক এখন এসবের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •