গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ পল্লীমঙ্গল কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে 

Spread the love

মোঃ রুবেল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ উঠেছে পল্লী মঙ্গল কর্মসূচী সিরাজদিখান ব্রাঞ্চ ম্যানেজার মাহাবুব হাসানের বিরুদ্ধে।এবিষয়ে সাংবাদিকরা মাহাবুব হাসানের নিকট মুঠোফোন যোগাযোগ করে জানতে চাইলে তাদের সাথে অশ্লীল ভাষায় গালাগাল করে হুমকি প্রদান করেন।ভুক্তভোগী বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার সন্তোষপাড়া-রাজদিয়ার মোড় সংলগ্ন পল্লীমঙ্গল কর্মসূচি এনজিও থেকে ভুক্তভোগী ইমন বেপারী ১০ (দশ) লক্ষ টাকা ঋণের জন্য গত ৫ জানুয়ারী ২০২৫ তারিখে আবেদন করে। ১০ জানুয়ারী হতে একাধিক বার বাড়ি বাসা পরিদর্শন করে ৮ (আট) লক্ষ টাকা ঋণ প্রদান করবে বলে সমস্ত প্রকার ডকুমেন্ট জমা নেন। ঋণ গ্রহণের জন্য তাদের সকল শর্তমেনে ও প্রয়োজনিয় ডকুমেন্ট, প্রমানাদি এবং একাধিক জামিনদার পরিবর্তন করে। পরবর্তীতে ঋণ দিবে বলে প্রায় ১ মাস ঘুরানোর পরে ঋণ দিবেনা মর্মে অবগত করে।

 

ভুক্তভোগী ইমন বেপারী বলেন,আমার জরুরী ভিত্তিতে অনেক টাকার খুব প্রয়োজন তাই আমি পল্লীমঙ্গল কর্মসূচির সিরাজদিখানের সন্তোষপাড়া-রাজদিয়া মোড়ে অবস্থিত ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব হাসানের সাথে যোগাযোগ করলে সে আমাকে আশ্বস্ত করে আমাকে তাহারা ঋণ দিবে আমার বাড়িঘর একাধিক বার পরিদর্শন করে।আবার একাধিক জামিনদার পরিবর্তন করে জমির দলিল, পর্চা সহ সকল শর্তমেনে ও প্রয়োজনিয় ডকুমেন্ট, প্রমানাদি প্রদান করি।পরবর্তীতে ১ মাস আমাকে ঘুরিয়ে ঋণ দেওয়া যাবেনা বলে।এতে আমি মানসিক, আর্থিক ও সময়ের অনেক ক্ষতি হয়েছে তাই আমি এর সুস্থ সুষ্ঠ বিচার চাই।পরবর্তীতে যেন আর কেহ আমার মত এমন ক্ষতির সম্মুখীন না হয়।

 

এ বিষয়ে পল্লীমঙ্গল কর্মসূচির সিরাজদিখানের সন্তোষপাড়া-রাজদিয়া মোড়ে অবস্থিত ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব হাসানের একাধিক বার অফিসে গিয়ে না পেয়ে মুঠোফোনে যাহা ০১৮৭৭ ৭০৩২৫৩ এ নাম্বারে যোগাযোগ করে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে ভুয়া সাংবাদিক, ফাজলামু করেন সহ নানা ধরনের অশ্লিল ভাষায় গালাগাল করে হুমকি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *