গজারিয়ায় লুডু-ক্যারামে জুয়ার আসর চোখে পড়ছে না আইনশৃঙ্খলা বাহিনীর

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গজারিয়া নিউজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বিকাল হলেই ক্যারাম ও লুডু খেলার আসর বসে। খবর নিয়ে জানা গেছে এসব খেলার আড়ালেই জমজমাট জুয়া চলছে।

সরজমিনে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বিকালে হলেও বাড়ির আঙ্গিনায়, নদীর পাড়ে, ঝোপের আড়ালে লুডু নিয়ে বসে যায় যায় কিছু তরুণ। বিভিন্ন বিকাশের দোকানের পাশে আলাদা করে বসানো আছে ক্যারাম খেলার বোর্ড। অনেকে আবার স্মার্টফোনে অনলাইনে খেলছেন লুডু। এ সব কিছুর আড়ালে ভয়াবহ রকম জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন এই এলাকার মানুষ।

মাসুদ রানা নামে এক তরুণ জানান, অনলাইনে একটি বেটিং সাইটে লটারি খেলেন তিনি। গত দুই দিনে তিন হাজার তিনশো টাকা টাকা লাভ হয়েছে তার। কখনো কখনো অনেক ভালো ইনকাম হয় আবার কখনো লস দিতে হয়। স্থানীয় এক বিকাশ এজেন্টের কাছ থেকে ওই অ্যাপে টাকা রিচার্জ করে সে। টাকা পাওয়ার পরে বিকাশ থেকে ক্যাশ আউট করা যায়। তার অনেক বন্ধু-বান্ধবও বেশ কিছুদিন ধরে এই খেলা খেলছে।

পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা রেনু মিয়া বলেন,প্রায় সারাদিনই তার গ্রামের লুডু ও ক্যারাম খেলা চলে। খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে মোটা অংকের টাকা বাজি রাখেন খেলোয়াররা যা স্পষ্ট জুয়া। জুয়া খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে।

নয়াকান্দি গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, রাতভর যারা জুয়া খেলে তারাই টাকার জন্য রাতে চুরি -ডাকাতি করে। গত কিছুদিন ধরে গজারিয়া উপজেলায় চুরি ডাকাতি ব্যাপক হারে বেড়ে যাওয়ার পেছনে কেরাম ও লুডু কেন্দ্রিক জুয়া দায়ী।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মুক্তার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে তাদের কাছেও এরকম খবর আসছে। এসব জুয়ার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিবো।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •