মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদরে মাদকের মামলার ওয়ারেন্ট এর আসামী ধরার জন্যে সদর থানার দুই পুলিশ অফিসারকে গনধোলাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাদক মামলার আসামী ইদ্রিস আলী সরকারের পুত্র মোফাজ্জল (৪৫) কে সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে তিনটায় মামলা নং ৫৯ (১২)২০ ওয়ারেন্ট তামিল করতে ঘরের ভিতরে পেয়ে অন্ডকোশে ধরে পায়ে হ্যান্ডকাপ পড়ালে এক সময় পুলিশের সাথে দস্তাদস্তি হয় এবং পুলিশকে মার ধর করে ওয়ারেন্টভূক্ত আসামী পলায়ন করে। অপরদিকে মোফাজ্জলের থাকার বসত ঘরটি বিকাল ৫টার পরে কোন এক শক্তির ইশারায় ভেঙ্গে ফেলা হয় । এমন কি বিনোদপুর,পঞ্চসার এলাকায় কেউ কোন কিছুই বলতে নারাজ , কিছু জানলেও এই আই ইলিয়াস আতংকে কথা বলতে চায় না ।
এ বিষয় মোফাজ্জলের স্ত্রী কান্না কন্ঠে বলেন পুলিশ আমার স্বামীকেই ধরতে আসে । আমার স্বামী ভালো না তবে তার বিচার কি এভাবে ?? অন্ডকোসে চেপে ধরে পায়ে হ্যান্ডকাপ পরিয়েছেন । আমার স্বামীর চিকাৎ দিয়ে পালিয়ে যায় , আমি হৈ হুল্লর শুনে ঘরে আসলে দেখি আমার ঘরের রান্না করা সব কিছু ফেলে দেয়া হয়েছে,আমি চড়াও হলে পড়নের জামা হাতা হাতির ফলে ছিরে যায় । পুলিশকে কেউ মারতে যায় নাই , আমার স্বামীর সাথেই দুই পুলিশের দস্তা দস্তি হয় । আমাদের বিরুদ্ধে পুলিশ হাজার বলতে পারে বলুক ।
মোফাজ্জলের ছোট ভাই আজিজুলের স্ত্রী বলেন, এর আগেও পুলিশ আমার ভাসুর কে খোজ করতে গভীর রাতে আসলে আমার ঘরে জবরদখলে ঢুকে পড়ে ,আমার স্বামীকে নিয়েও নানা ধরণের কটুকথা বলে। আমরা এখন এই পুলিশ আতংকে আছি ।এই পুলিশ ইলিয়াস ছাড়া কি পুলিশ নাই ? স্বামী স্ত্রী কি এক সাথে থাকতে পারবো না ? এই বলে কান্না করতে থাকে ।
একাদিক ব্যক্তির রেকডিং বক্তব্য এস আই ইলিয়াস মাদক কারবারী পেলেই টাকার বিনিময় ছেড়ে দেয়। মাদক বিক্রেতাদের মাদক বিক্রির সহায়তার করে টাকার বিনিময় । এমন কি মিশিক চালকও জানায় মাদকের বড় চালান টাকার বিনিময় ছেড়ে দেয় এস আই ইলিয়াস । ইলিয়স সর্ব সময় হাফ হাতা গেঞ্জি পরিহিত থেকে আইন রক্ষার নামে মাদক বিক্রেতাদের সাহায্যকারী ভ’মিকা নিয়ে থাকার অভিযোগ দেয় সাংবাদিকদের কাছে ।
এস আই ইলিয়াস সাংবাদিকদের মোবাইলে বলেন দুই পুলিশ কে মারধর করে হ্যান্ডকাপ সহ পালিয়ে যায় মাদকের আসামী মোফাজ্জল। তিনি আরো জানান একাদিক মহিলা তাদের কাছ হতে আসামী ছিনিয়ে নেয় এবং আসামী মোফাজ্জল তার হাতে কেচি দিয়ে কুপ দিয়ে হাত গুরুতর জখম হয় , হাসপাতালে আসলে হ্যানকাপ এলাকা বাসীর মাধ্যমে উদ্ধার হয়েছে জানান এস আই ইলিয়াস ।
এ বিষয় মুন্সীগঞ্জ সার্কেল থান্দার খাইরুল ইসলাম বলেন , মোফাজ্জলের বিষয়টি আমি জেনেছি ,তার বিরুদ্ধে মাদকের ওয়ারেন্ট আছে। তবে ধরতে গিয়েছিলো হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছের কি না আমার জানা নাই ।এস আই ইলিয়াসের বদলি ওয়াডার হয়ে গেছে , তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিধি মোতাবেক খতিয়ে দেখবো । একাদিক এলাকায় মাদক কারবারি থেকে উৎকস নেয়ার কোন বিষয় থাকলে আইনী ব্যবস্থা নেয়া হবে।