মুন্সীগঞ্জ প্রতিনিধি
ইতালী উত্তর(মিলান)সেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশার (মুন্সিগন্জ সদরের কৃতি সন্তান ) নেতৃত্বে ১৮ জনের একটি প্রতিনিধি দল বিএনপির স্বায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্বা ও সাবেক মন্ত্রী ডা: খন্দকার মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।(বুধবার ১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় গুলশান তার নিজ বাড়িতে প্রতিনিধি দল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
ডা: খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ভূ-তত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। সাথে উপস্হিত ছিলেন ডা: সাহেবের সু যৌগ্য সন্তান ডা: খন্দকার মারুফ হোসেন জাতীয় নিরবাহী কমিটির অন্যতম সদস্য ।
সেচ্ছা সেবক দল ইতালী উত্তর মিলান শাখার প্রতিনিধিত্ব করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা। ইতালী ব্রেশিয়া মানতোভা শাখার যুগ্ন আহবায়ক (বরিশাল মেহিন্দিগন্জের কৃতিসন্তান) কামরুল ইসলাম মুরাদ এবং ব্রেশিয়ার প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব (কুমিল্লা দাউদকান্দির কৃতি সন্তান )বিএনপি নেতা আবু মাহমুদ বাবুল ।এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি বিএনপি পৌর আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উওর আহবায়ক যুবদল ভিপি শাহাবুদ্দিন, চট্রগ্রাম মহানগর যুবদল সাবেক সহ যোগাযোগ সম্পাদক আব্দুল কালাম ,চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও জাতিসত্তা বিষয়ক সম্পাদক মো:মারুফ হোসেন , খুলশী যুবদল নেতা আক্তারুজ্জামান বাবু , স্খুলশী স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম প্রমুখ ।