Www.munshiganjcrime.com
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আমি দুর্নীতি বিরুদ্ধে কথা বলি বলে আমার এত শত্রু আছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মধ্য প্রীতি ফুটবল ম্যাচ রোববার (১৯ শে মার্চ) বিকাল ৩টয় মুন্সীগঞ্জ টংগীবাড়ী সোনারং মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় শেষে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এ সব কথা বলেন। তিনি আরো বলেন আমি যত দিন বেচে থাকবো তত দিন আমি বাংলাদেশর দুর্নীতিবাজদের বিরোদ্ধে কথা বলে যাব।
তিনি বলেন আমি দুর্নীতি বিরোদ্ধে কথা বলি বলে আমাকে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম ব্যবহার করতে দেন নি এ সময় সাংবাদিক নেত্রীবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। খেলাটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্রয় হয়। খেলাটি আয়াজনে ছিল রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টার মুন্সীগঞ্জ এর ম্যানিজিং ডিরেক্টর মোঃ আক্কাস আলী।
Www.munshiganjcrime.com