আমি আছি জিবরিলের সাথে-সুমন ইসলাম

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই মাটি  আমাদের পবিত্র ভূমি, এ মাটি জনগণের কথামঞ্চ
এখানেই  শোভার বস্তু ও পবিত্র জীবিকা
এখানেই খেঁজুর গাছের কাঁধির ফলের মতোন পরিপক্ক তারুণ্য
এখানেই  সারাদিন আমার নিয়ামত সহকর্মীর ভালোবাসা…
অবশ্যই এই মাটি তারুণ্যের জন্য নির্দশন।

হে তারুণ্য! যে কুমন্ত্রণা  দেয় মানুষের অন্তরে, তা তার নিজ স্বার্থে

যে হিংসা করে তাও তার নিজ স্বার্থে

অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান খোঁজ করো
এখানে দাঁড়াও, এই মাটির জন্য
তাহার কোনো অবদান  নেই!
আছে শুধু তাহার লোভ,হিংসা,দুস্কর্ম, প্রবঞ্চনা ।

হে তারুণ্য! প্রশ্ন তোলো, সে রাষ্ট্রের এমন কোন বিশেষ ব্যক্তিত্ব!
তাহাকে  কেনো প্রশাসনের গাড়িতে  বাড়িতে  ভ্রমণ  সুবিধা দেয়া হয় ?
প্রশাসনের  সুবিধার রঙ মেখে চোখ রাঙ্গাচ্ছে  সকলকে!

নিশ্চয়ই শয়তানের কোনো আধিপত্য  নেই, যারা সৎ, তাদের উপর।

তবে ওরা ভালো থাকুক -বন্ধু আমার হিংসুটে সব!
এ মাটি ও জনগণের গণতন্ত্রের অধিকার রক্ষায়
আমাদের পক্ষে এসে দাঁড়াবে অত:পর হুনাইন যুদ্ধের সৈন্যদল।

হে কাফির! তোমার স্কন্ধে ও হাড়ের জোড়ায় জোড়ায়
শিটকি গাছের বেত্রাঘাত
আমি আছি কলমযোদ্ধাদের সঙ্গে-জিবরিলের সাথে
মহান আল্লাহ! আমাদের অভিভাবক।

 

সুমন ইসলাম, কবি, সাহিত্যিক  ও লেখক।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •