অভিনয়ের জন্য এসআর মাল্টিমিডিয়া এওয়ার্ড পেয়েছেন শেখ ফরিদ পলক

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
অভিনয়ে বিশেষ অবদানের জন্য এস আর মাল্টিমিডিয়া এওয়ার্ড পেয়েছেন মুন্সীগঞ্জের কৃতিসন্তান ও টিভি ও চলচিত্র অভিনেতা শেখ ফরিদ পলক। গত ২২ জুলাই বিকেল ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে এস আর মাল্টিমিডিয়া ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড-২০২২ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক লায়ন সাহাব উদ্দিন ভূঁইয়া।

এ সময় মুন্সীগঞ্জের কৃতিসন্তান ও টিভি ও চলচিত্র অভিনেতা শেখ ফরিদ পলক অভিনয়ে বিশেষ অবদানের জন্য এস আর মাল্টিমিডিয়া এওয়ার্ড পান। বর্তমানে শেখ ফরিদ পলক ২০২১-২০২২ অর্থবছরের রাষ্ট্রিয় অনুদান প্রাপ্ত ‘জয় বাংলা ধ্বনি’ পূর্ণদৈর্ঘ চলচিত্রে সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন।যা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র নায়কা সারা জেরিন,দিশা মনি, সংগীত শিল্পী মুনিয়া মুন, টিভি উপস্থাপিকা রুমানা আক্তার রুনা প্রমূখ।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •