অনিয়মিতের ৫০ বছর পূর্তিতে নাট্যোৎসব

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের প্রাচীন সংগঠন ‘অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠার’ ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছে।

সূবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষ্যে শোভাযাত্রা, গুণিজন সম্মাননা প্রদান ও নাট্যোৎসবের আয়োজন করেছে সংগঠনটি। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আট দিনব্যাপী এ উৎসব চলবে।

২১ শে ফেব্রুয়ারী ঘরোয়া পরিবেশে সংগঠনের নিজস্ব কার্যালয়ে থেকে প্রভাতফেরি ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হলেও আজ ২২ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে অনুষ্ঠানের মূল পর্ব।

আজ বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে নাট্যোৎসবের সূচনা করবেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ২৩ ফেব্রুয়ারী স্থানীয় একটি নাট্যদলের নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে ছয় দিনব্যাপী নাট্যোৎসব।

আগামী ২৪ ফেব্রুয়ারী সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে সংগঠনের সুবর্ণ জয়ন্তীর শোভাযাত্রা, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আরণ্যক নাট্যদল মুনীর চৌধুরীর লেখা নাটক ‘কবর’, ২৫ ফেব্রয়ারি প্রাঙ্গণেমোর অনন্ত হীরার রচনায় ‘কনডেম সেল’ এবং ২৬ ফেব্রুয়ারী মেঠোপথ থিয়েটার আনোয়ার হোসেন রনির রচনায় নাটক ‘মলুয়া’ মঞ্চায়ন করবে। এই তিনটি নাট্যদলই ঢাকা থেকে আসছে।

এছাড়াও ২৩ ফেব্রুয়ারী একই সময়ে পল্লীকবি জসীম উদ্দিনের লেখা ‘নকশী কাথাঁর মাঠ’ থিয়েটার সার্কেল, ২৭ ফেব্রুয়ারী জাহাঙ্গীর আলম ঢালীর রচনায় নাটক ‘সিডর’ হিরণ কিরণ থিয়েটার এবং সমাপনী দিন ২৮ ফেব্রুয়ারী সেলিম আল দীনের লেখা নাটক ‘বাসন’ মঞ্চায়ন করবে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী।

অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, এই অনুষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে সভাপতিত্ব করবেন অনিয়মিতের সাবেক সভাপতি সাইফুল বিন সামাদ শুভ্র, সংগঠনের সভাপতি আরিফ মোড়ল, সাবেক সভাপতি মাহফুজুর রহমান লিপু, সুবর্ণ জয়ন্তী উদযাপন পর্ষদের সদস্য সচিব মেহেদী হাসান খান বাবু, সাবেক সভাপতি অপূর্ব সূচনা, সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটু এবং সমাপনী দিনে সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পর্ষদের আহ্বায়ক আ ক ম গিয়াসউদ্দিন আহমেদ।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •